Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আই সি বি সি প্রকল্প তথ্য

সমাজভিত্তিক সমন্বিত শিশু-যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান শীর্ষক প্রকল্প।

মহিলা ও শিশু বিষয়ক  মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক বাস্তবায়িত "Integrated Community Based Center for Child Care, Protection and Swim-Safe Facilities Project" এর উদ্বোধনী অনুষ্ঠান ১২জুন, ২০২২-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফজিলাতুননেসা ইন্দিরা এমপি এবং বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার। উক্ত অনুষ্ঠানে স্বাগতবক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জনাব মহাম্মাদ শরিফুল ইসলাম। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান জনাব লাকী এনাম।

 

2022-10-24-07-12-340c58fed4da24b44ad8f43c244fb664

 

এই প্রকল্পের মাধ্যমে, দেশের ১৬ টি জেলা জুড়ে ২০০,০০০ শিশু এবং তাদের অভিভাবক কমিউনিটি-ভিত্তিক শিশু যত্ন কেন্দ্রগুলিতে বিভিন্ন ECCD সুবিধা এবং পরিসেবা পাবেন এবং ৩৬০,০০০ শিশু সাঁতারের প্রশিক্ষণ পাবে।

শিশু উন্নয়নে বাংলাদেশ সরকারের এই প্রশংসনীয় উদ্যোগকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সমাজভিত্তিক সমন্বিত শিশু-যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান শীর্ষক প্রকল্প ওয়েবসাইট।

বাংলাদেশ শিশু একাডেমি, বাগেরহাট।