Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা ২০২০ ও ২০২১ বাগেরহাট জেলার সাফল্য।
বিস্তারিত

বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ ও ২০২১ এর চুড়ান্ত পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২৯ জানুয়ারি রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব #মোঃ_আব্দুল_হামিদ" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বাগেরহাট জেলার বিজয়ী শিশুদের অভিভাবকদের সংযুক্ত পত্রের নির্দেশনা অনুযায়ী ২২ জানুয়ারি ২০২৩ এর মধ্যে #রেজিষ্ট্রেশন সম্পন্ন করে, আগামী ২৬ জানুয়ারি ২০২৩ তারিখ বিজয়ী শিশুকে সঙ্গে নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। # বাগেরহাট জেলার বিজয়ী শিশুরা হচ্ছে- ১. অয়ন দাস তপু, বিষয়: তবলা, (দ্বিতীয় স্থান) -২০২০ খ্রি। ২. বুশরা আক্তার, বিষয়: ক্বেরাত (প্রথম স্থান) ২০২০ খ্রি। ৩. এস, এম, তরিকুল ইসলাম, বিষয়: সাধারনজ্ঞান (২য় স্থান) ২০২১ খ্রি:। ৪. বুশরা আক্তার, বিষয়: ক্বেরাত (২য় স্থান) ২০২১ খ্রি:। ৫. কাব্য রায়, বিষয়: উচ্চলাফ (১ম স্থান) ২০২১ খ্রি:। উল্লেখ্য বাংলাদেশ শিশু একাডেমির নিয়মানুযায়ী বিজয়ী শিশুরা ভাতা পাবে। #নিচের_লিংকে_প্রবেশ_করে_রেজিষ্ট্রেশন_করুন। https://forms.gle/rmQzCmMq6yM7VRZZA অথবা https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfLkLL2AxsO6x4F9gx1Nz_smam-iPwVG7bvILQZb9THNiEA7Q/viewform

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/01/2023
আর্কাইভ তারিখ
31/12/2023

বাংলাদেশ শিশু একাডেমি, বাগেরহাট।